হাকিম কমিটির Corrupted Voter List

তৈরীর চাঞ্চল্যকর কাহিনী কেন

প্রকাশ করা উচিত!

দীর্ঘ একটি বছর হাকিম কমিটির অনাচার গোপন রেখে কোনো সুফল হয়নি । সামনা সামনি আলাপে বসেও কোনো সদুত্তর মিলেনি।

বছর পার হয়ে গেলো, তারা কেহ অনুশোচনা ও প্রকাশ করেনি।

এমতাবস্থায় কিছু সংখ্যক ঘটনাবলী জানতে আগ্রহীদের অবগতির উদ্দেশ্যে প্রকাশ করা যথোপুযুক্ত এবং গুরুত্বপূর্ণ ।

নতুন করে নিরপেক্ষ এবং Complete Voter List তৈরির প্রেক্ষাপট:

হাকিম কমিটি প্রণীত Voter List অসমাপ্ত এবং তারা list তৈরিতে নিরপেক্ষ ভূমিকা রাখতে ব্যর্থ ছিল । তাদের মনোনীত প্রার্থীকে ভোট দিবেনা সন্দেহে ভোটারদের সহিত হয়রানি মূলক, উত্তেজিত, উদ্যত, এবং ক্ষেত্র বিশেষে খড়গহস্ত আচরণ করে কমিটি ভুল করেছে ।

একদিকে কোনো Application পাঠায় নাই, এমন সদস্যকেও Voter List এ লিপিবদ্ধ করেছে। (Application করার নিয়ম শুরু থেকেই ছিল এবং এখনও আছে)

অন্যদিকে Application পূরণ করে পাঠিয়েছে,, বিরানব্বই বছরের ও অধিক বয়স্ক, বাহান্নর ভাষা আন্দোলনের সময় মাস্টার্স পাস্ করেছেন, এমন এলামুনাইকে, সার্টিফিকেটি চেকিং এর নামে disqualified হিসেবে লিস্ট করেছে হাকীম কমিটি, (সার্টিফিকেট চেক করা কোনোদিনই আমাদের Constitution এ ছিলনা, কোনো AGM এ কখনোই পাশ হয়নি) উক্ত এলামনাই এর ছেলে জানিয়ে দিয়েছেন যেন আর কখনো উনার বাবাকে এই ব্যাপারে বিরক্ত করা না হয়।

এই রকম আরো অনেক ব্যবহারের সাথে কম বেশী আমরা সবাই এখন পরিচিত, যার কিছু নমুনা নীচে উল্লেখ করা হলো ।

এখানে যদি কোনো ভুল থাকে, Mohammad Hakim MD  ২০ তারিখের মিটিং এ নিজে এসে সংশোধন করবেন, আহ্বান রইলো।

হাকিম কমিটি corrupted পদ্ধতিতে Incomplete voter list তৈয়ার করে প্ৰতিষ্ঠান ধ্বংস করেছে, আমাদেরকে নিরপেক্ষ এবং কমপ্লিট voter list নিয়ে যাত্রা শুরু করতে হবে। https://go.duaane.com/unity_first

ব্যবহারের নমুনা নম্বর এক: ( Mohammad Hakim MD কথা রাখতে পারেননি)

ATM শামসুল হক সাহেবের নেতৃত্বে আমাদের সাত জনের

(A T M শামসুল হক, মুহাম্মাদ হাকিম, সওকত আনোয়ার, সাইমন সাবির, মাহমুদুর রহমান, কাওসারুল হক ও সালমা আলম)

উপস্থিতিতে সভাপতি মুহাম্মাদ হাকিম ৫ দিনের মধ্যে সদস্যদের Application এর ভুল ত্রুটি ঠিক করবেন বলে Agreement করেছিলেন ।  এই Agreement উপস্থিত প্রত্যেকের কাছে text করা হয়, সবাই মিলে রিভিউ এবং confirm ও করা হয় ।

কিন্তু প্রকৃত পক্ষে ভুল ত্রুটি সংশোধনের পরিবর্তে সভাপতি মুহাম্মাদ হাকিম

সাইমন এর পাঠানো Application এর সদস্যদের কে শেষ মুহূর্ত পর্যন্ত নানা প্রশ্ন বাণে তাড়িয়ে দিতে চেষ্টা করে । তাতেও যখন ফল হয়নি তখন ৫৮ জনকে বিনা নোটিসে disqualified বলে List করে। 

এখানে যদি কোনো ভুল থাকে, Mohammad Hakim MD  ২০ তারিখের মিটিং এ নিজে এসে সংশোধন করবেন, আহ্বান রইলো।

হাকিম কমিটি corrupted পদ্ধতিতে Incomplete voter list তৈয়ার করে প্ৰতিষ্ঠান ধ্বংস করেছে,, আমাদেরকে নিরপেক্ষ এবং কমপ্লিট voter list নিয়ে যাত্রা শুরু করতে হবে। https://go.duaane.com/unity_first

ব্যবহারের নমুনা নম্বর দুই: (পৈতা ছিড়ে গেলো)

লজ্জার বিষয়,হাকিম কমিটি নভেম্বর ১৫, ২০২১ ডেডলাইনের পরেও নতুন Voter নিয়েছে,

সহজেই বুঝা যায় win করার জন্য তাদের voter ঘাটতি ছিল, সেজন্যই ঘাটতি পূরণে তারা,

একদিকে নিজেদের জন্য

ডেডলাইনের পরে, এমনকি Application ছাড়াই নতুন সদস্য সংগ্রহ করেছেন,

অন্য দিকে simon এর পাঠানো সদস্যদের Fraud এবং disqualified করার সাঁড়াশি অভিযান চালিয়েছেন। গোপনে voter সংগ্রহ করেও ডিসেম্বরের প্রায় শেষ পর্যন্ত যখন Winning Voter List করতে পারেন নি, তখন সাইমন এর পাঠানো ৫৮ জনকে বাদ  দিয়ে (১০৫+১০১=২০৬) খতিয়ান মেলান ।

এখানে যদি কোনো ভুল থাকে, Mohammad Hakim MD  ২০ তারিখের মিটিং এ নিজে এসে সংশোধন করবেন, আহ্বান রইলো।

হাকিম কমিটি corrupted পদ্ধতিতে Incomplete voter list তৈয়ার করে প্ৰতিষ্ঠান ধ্বংস করেছে,, আমাদেরকে নিরপেক্ষ এবং কমপ্লিট voter list নিয়ে যাত্রা শুরু করতে হবে। https://go.duaane.com/unity_first

  

ব্যবহারের নমুনা নম্বর তিন: (চুরি করে -ডাব খাইলে পাপ নাই, ঝুনা খাইলে গুনা নাই – পদ্ধতি)

হাকিম কমিটি ‘Keep DUAANE HONEST’ , স্লোগান দিয়ে ইনকাম টাক্স এ মিথ্যাচার করেছে। যে আয় উনারা আমাদেরকে বাৎসরিক মিটিং এ শুনিয়েছেন, তা tax return এ উল্লেখ করেননি। ভাবনার বিষয় হলো এই কলঙ্ক আমাদের ইতিহাস হয়ে রইলো, ইহা Federal Government এর Record এ  সংরক্ষিত হয়ে থাকলো।

এখানে যদি কোনো ভুল থাকে, Mohammad Hakim MD  ২০ তারিখের মিটিং এ নিজে এসে সংশোধন করবেন, আহ্বান রইলো।

হাকিম কমিটি corrupted ছিল, এবং Incomplete voter list তৈয়ার করে প্ৰতিষ্ঠান ধ্বংস করেছে,, আমাদেরকে নিরপেক্ষ এবং কমপ্লিট voter list নিয়ে যাত্রা শুরু করতে হবে।

https://go.duaane.com/unity_first

ব্যবহারের নমুনা নম্বর চার: ( ঠাকুর ঘরে কে রে ? আমি কলা  খাই না)

Mohammad Hakim MD নিজে সাইমন সাবিরের বিরুদ্ধে police station এ গিয়ে complain করে এসেছেন।  অভিযোগ? ইমেইল Hack। 

এই সংবাদ প্রকাশ হওয়ার প্রায় সাথে সাথেই S M Tanmjid সাহেব প্রপোজ করেছিলেন forensic computer expert দিয়ে সম্পৃক্তদের কম্পিউটার চেক করা হউক। Simon Sabir রাজি হলেও Mohammad Hakim MD ও তার দোসর রা রাজি হননি। কেন?

এখানে যদি কোনো ভুল থাকে, Mohammad Hakim MD  ২০ তারিখের মিটিং এ নিজে এসে সংশোধন করবেন, আহ্বান রইলো।

হাকিম কমিটির  অসাধু বাসনা ও প্ৰতিষ্ঠান ধ্বংসের জন্য দায়ী,, আমাদেরকে নিরপেক্ষ voter list নিয়ে নতুন করে যাত্রা শুরু করতে হবে।

https://go.duaane.com/unity_first

ব্যবহারের নমুনা নম্বর পাঁচ: (শেষ হয়েও হইলনা শেষ )

২০২১ শের AGM এ 45+ সদস্যের উপস্থিতিতে ১৫ জন সদস্যকে FRAUD বলে মোহাম্মদ হাকিম যে মিথ্যা ঘোষণা দিয়েছিলো, তার ধারাবাহিকতা ছিল অনেকটা এই রকম,

simon sabir এর attestation ভালো না, Membership Application এ fraud পাওয়া গিয়েছে।  (মিথ্যা অভিযোগ করে সে মিটিং এর মোর ঘুরাতে চেয়েছিলো।)  কিন্তু,

আমি জিজ্ঞেস করে বসলাম কয়টি Fraud, – হাকিম সাহেবের হয়ে  মাহমুদ আখতার সাহেব উত্তেজিত কন্ঠে  উত্তর করেছেন  ১৫ টি; নকিব উদ্দিন সাহেব আরও উত্তেজিত কন্ঠে সেই উত্তর relay করেছেন  ‘১৫ টি’, তারপর হাকিম সাহেব সবাইকে শান্ত গলায় কনফার্ম করেছেন ‘১৫ টি’।

আমি তাৎক্ষণিক ভাবেই তাদের শনাক্তকৃত ১৫ টি fraud এর কপি চাইলাম। হাকীম সাহেব চেঁচিয়ে বললেন, নকিব কপি গুলো দিয়ে দাওতো। নকিব সাহেব চেঁচিয়ে Command রিলে করলেন, মাহমুদ ভাই copy গুলি দিয়ে দেন তো ভাই। মাহমুদ আখতার সাহেব উত্তরে বললেন, এখন হাতের কাছে নেই, মিটিং এর পরে দিচ্ছি। হাকীম সাহেব কনফার্ম করলেন, সাইমন, মিটিং শেষ হলেই দিবে।

যদি না দেখতে পারে, তাহলে Fraud এই ঘোষণায় তারা শুধু সাইমন সাবির এর integrity নিয়েই প্রশ্ন তোলেনি, তারা সমস্ত সদস্যদেরকে অপমান করেছেন, ১৫ জন কে fraud দাবি করে।

(প্রসঙ্গত উল্লেখ্য, আমার যে বন্ধু ঢাকা ইউনিভার্সিটি তে দুই বছর পড়ার পর ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে আমেরিকাতে এসে পড়া শেষ করেছে, আমি তার জন্যও ফর্ম attest করিনি। আমার জানামতে এখানে কোনো fraud member নেই। অতএব হাকিম সাহেবের fraud বের করার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, এবং তার ২০২১ এর AGM কখনো শেষ হবে না।) 

উনারা ১৫ টি fraud application এখনো দিতে পারেন নাই, সেই হিসাবে উনাদের মিটিং এখনো শেষ হয়নাই, AGM এখনও চলছে।

অন্য ভাবে বলা যায়, এখানে কে fraud, কাকে আমরা বাদ দিবো, ১৫ জন অ্যালুমনাই, নাকি…?

হাকিম কমিটি corrupted পদ্ধতিতে Incomplete voter list তৈয়ার করে প্ৰতিষ্ঠান ধ্বংস করেছে,, আমাদেরকে নিরপেক্ষ এবং কমপ্লিট voter list নিয়ে যাত্রা শুরু করতে হবে।

https://go.duaane.com/unity_first

স্বপ্নে পাওয়া পদবী

হাকিম কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য মোমেন উদ্দীন সাহেব। তিনি সকল প্রকার গন্ডগোলের ভিতরে নিজ দায়িত্বে নিজেকে ইলেকশন কমিশনের চেয়ারম্যান ঘোষণা করিয়া বসিলেন। তাহাকে কে বা কাহারা কবে কিভাবে এই পদে অধিষ্ঠিত করিয়াছিল তাহার কোনো হদিস আজ পর্যন্ত খুঁজিয়া পাওয়া সম্ভব হইলো না । 

যদি ভুল থাকে, মোমেন উদ্দিন সাহেব  ২০ তারিখের মিটিং এ এসে নিজে প্রমাণ সহ প্রতিবাদ করবেন, আহ্বান রইলো।

মোমেন উদ্দিন সাহেব আরেকটু ভালো মানের সেবা দিবেন বলে আমাদের প্রত্যাশা ছিল।

কত অজানা রে !

Corruption এর পরিকল্পনা শুরু থেকেই স্পষ্ট ছিল:

প্রতিষ্ঠানের  জন্ম লগ্ন থেকেই মেম্বারশিপ অনলাইনে থাকলেও

হাকিম কমিটি দশ বছর পরে আমাদের সবাইকে ধরিয়ে দিলো কাগজের Form ।

কেন ?

যাতে ভুল সংশোধনের নামে নিজের মনের মতো করে Voter List  করার কোনো নিরীক্ষার পথ (Audit Trail) না থাকে।

সেই অনুমান থেকেই মেম্বারশিপ ফর্মের উপর সিরিয়াল নম্বর বসিয়ে, Form গুলির অরিজিনাল কপি রেখে, Envelope গুলিকে tracking সহ  Mail করা হয়।

কিছু Envelope ফেলে দেওয়ার  কোনো সুজুগ থাকলো না (প্রতিটি এনভেলাপে  Tracking) নতুন একটি Fraud ও Add করা যায়নি (Form এ গোনা ৯২ টি Serial নম্বর দেওয়া), Form বিকৃত করা গেলোনা, কারণ মিলিয়ে দেখার জন্য original কপি রয়েছে

গুনে গুনে ১৫ টি Fraud প্রমান দিতে হবে বলে কমিটি এখনো 2021 Annual Meeting শেষ করতে পারছেনা, আর যদি শেষ হয়ে থাকে তাহলে ১৫Fraud Application কোথায়? উনারা তো Stuck হয়ে গিয়েছেন।

কিন্তু আমাদেরকে তো এগিয়ে যেতে হবে।

হাকিম কমিটি corrupted পদ্ধতিতে Incomplete voter list তৈয়ার করে প্ৰতিষ্ঠান ধ্বংস করেছে,, আমাদেরকে নিরপেক্ষ এবং কমপ্লিট voter list নিয়ে যাত্রা শুরু করতে হবে।

https://go.duaane.com/unity_first

উপসংহার 

সমস্ত ভুলের পরেও,   

মুহাম্মাদ হাকিম সাহেব তার কমিটি নিয়ে আমাদের জন্য চারটি বছর সময় দিয়েছেন।  তারা কষ্ট করে  প্রতিষ্টান পরিচালনার চেষ্টা করেছেন। সফল ভাবে পরিচালনা করতে না পারলেও, সময় দিয়েছেন বলে আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং Association পুনর্গঠনের প্রক্রিয়ায় অংশ গ্রহণের আহ্বান জানাই।

আসুন,

আমরা সকলে মিলে  একটি Complete এবং নিরপেক্ষ voter list নিয়ে নতুন করে  association টি পুনর্গঠন করি।আশাকরি মুহাম্মাদ হাকিম সাহেব এবং তার কমিটিও সকলের সাথে যুক্ত হয়েই থাকবেন।

Please sign up here to take part in the process: https://go.duaane.com/unity_first